No Danger করোনাভাইরাসে- বাংলাদেশে COVID-19
COVID-19
সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কিত জনসেবামূলক পরিষেবার ঘোষণা. করোনাভাইরাস সম্পর্কিত উপসর্গ, প্রতিরোধ, যাতায়াতের উপদেশ ও সাধারণ প্রশ্নাবলী সম্পর্কে জানুন. সরকারের থেকে সুপারিশ. সরকারি আধিকারিক. করোনাভাইরাস নিয়ে জানুন. করোনাভাইরাস নিয়ে আপডেট.
সন্দেহভাজন ক্ষেত্রে!
ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝে বিশ্বব্যাপী একদিনে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি রোগীর।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বে পাঁচ লাখ ৫৩,৪৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ৬৪ লাখ ৯৯৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ভাইরাসে মারা গেছেন ৬,৫৯০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ৬২ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯২ লাখ ৭৮ হাজার ২৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন সাত লাখ ৮৯ হাজার ৭৪২ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৫ হাজার ৭৪৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৫৬১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৩ হাজার ৫৩৭ জনে।
gnvb AvjøvnZvqvjvi cÿ n‡Z Rwg‡b gvby‡li Rb¨ MRe wnmv‡e fvBivm G‡m‡Q| Avwg g‡b Kwi gvbyl‡K eyS‡Z n‡e †Kb G iKg n‡”Q c„w_ex‡Z| A‡bK bvdigvwb Ki‡Q Rwg‡b ZvB GLb Avjøvn Avi Qvo w`‡”Q bv ev›`v‡K| ZvB Avmy Avgiv GK Avjøvni w`‡K wd‡i hvB Zvi †Kviv‡b †h fv‡e gvby‡li Rb¨ wb‡`©k Av‡Q †mB fv‡e Pjvi †Pôv Kwi|
ab¨ev`